প্রকাশিত: Thu, Mar 23, 2023 6:58 AM
আপডেট: Wed, Apr 30, 2025 12:00 AM

শুক্রবার থেকে রোজা শুরু

এ্যানি আক্তার: দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বৃহস্পতিবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আগামী শুক্রবার পবিত্র রমজান মাস গণনা শুরু হবে।

বুধবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সভায় সভাপতিত্ব করেন। সম্পাদনা: ইমরুল শাহেদ